ইমাম খাইর, সিবিএন:
বহুল প্রতীক্ষিত কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ হয়।
কক্সবাজার শহরের পেশকারপাড়াস্থ আবুজার আল গিফারী একাডেমীতে ভোট নেয়া হয়। মোট ২৪০৮ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ২১০৪ টি।
দীর্ঘ প্রায় ১৩ ঘন্টা ভোট গননা শেষে শুক্রবার ভোর ৫ টার দিকে ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন।

এতে সভাপতি পদে আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী (আনারস) ১১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস মিয়া পেয়েছেন ৮৫৭ ভোট।

মো: আমিনুল ইসলাম চৌধুরী (বাই সাইকেল) ১১৫০ ভোট, মো: আব্দুর রহমান (কলম) ১০৪০ ভোট ও রফিক মাহমুদ (হরিণ) ১০৩২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জেবর মুল্লুক (চাকা)।
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলামের (দেওয়াল ঘড়ি) প্রাপ্ত ভোট ৮৫৩।

বিস্তারিত আসছে…