হুমায়ুন কবির আজাদ :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় জামিন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ৩০ নভেম্বর রাত ৮ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার শহর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম এবং সাধারণ-সম্পাদক মিনারুল কবির আল-আমিনের নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে কক্সবাজার শহর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবির, সাংগঠনিক সম্পদক ইনজামামুল হক, সহ-সভাপতি সাঈফ রিয়াজ সহ বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিট ছাত্রদলের নেতৃবৃন্দ অিংশ নেন। বিক্ষোভ মিছিলটি কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।