সংবাদ বিজ্ঞপ্তি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়া শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) স্থানিয় চিরিঙ্গা মাদরাসায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের চকরিয়া শাখার সভাপতি হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ ইউনুছ ফরাজি।
তিনি তাঁর বক্তব্যে আগত প্রতিনিধিদের কাজের অগ্রগতি দেখে সন্তুষ প্রকাশ করেন ও দীনের প্রতি তাঁদের আত্মত্যাগের জন্য মোবারকবাদ জানান।
এছাড়া আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চকরিয়া শাখার হিফজুল কোরআন প্রতিযোতার বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।
পৌর শাখার সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা শহিদুল আলমের সঞ্চালনায় ইউনিয়ন প্রতিনিধিদের এ সম্মেলনে চকরিয়া থানার ২১ ইউনিয়নের হুফফাজ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারী কক্সবাজার জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতা কক্সবজার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
চকরিয়ায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।