মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
চট্টগ্রাম-বিশ্ববিদ্যালয় ও নাজিরহাট রেল সেকশনের হাটহাজারী-নাজিরহাট পর্যন্ত প্রায় অর্ধশতাধিক রেলক্রসিং ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। এ সব রেল ক্রেসিংয়ে নেই কোনো গেইটম্যান।
প্রতিদিন এ সব রেল ক্রসিং দিয়ে শত শত গাড়ি চলাচল করছে। তা ছাড়া এ সব ঝুকিপুর্ণ ক্রেসিং গুলো দিয়ে লোকজন চলাচল করে থাকে।
রেলক্রসিং গুলোতে কোন গেইট না থাকায় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কর্তৃপক্ষের উদাসিনতার কারনে এই অবস্থা বলে মনে করছেন এলাকার সচেতন লোকজন।
প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা চলাচল করছে চট্টপ্রাম-বিশ্ববিদ্যালয়( চ.বি) রেল।
সুত্রে মতে জানা গেছে, চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের বড়দিঘী পাড় রেলক্রসিং,চৌধুরীহাট রেলক্রসিং,ফতেয়াবাদ রেলক্রসিং, নন্দীহাট রেলক্রসিং, ফতেপুর কুলালপাড়া রেলক্রসিং, চ.বি.১-২ নং গেইট রেলক্রসিং, পৌর সদর ইউনিয়নের বুলবুলিপাড়া রেলক্রসিং, রঙ্গীপাড়া রেলক্রসিং , আলীপুর, মীরেরহাট রেল ক্রেসিং,চারিয়া রেল ক্রেসিং,সরকারহাট রেল ক্রেসিং, ফরহাদাবাদ রেলক্রেসিংসহ প্রায় অর্ধশতাধিক স্থানে কোন গেইট ম্যান নিয়োগ না থাকায় দুর্ঘটনার আশংকা রয়েছে।
হাটহাজারী রেলওয়ে স্টেশন থেকে নাজিরহাট পর্যন্ত রাস্তাগুলো দিন দিন ব্যস্ত হওয়ার কারণে এ সব রেলক্রসিং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরকার রেলওয়ে সেক্টরকে উন্নয়ন করা হলেও অরক্ষিত রেলওেেয়ক্রেসিং গুলোতে এখনো কোন গেইট ম্যান নিয়োগ দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সচেতন মহল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।