প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
২৯ নভেম্বর বুধবার বিকাল ৩টায় হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার ষ্টেশন চত্বরে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন-টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সরওয়ার আলম। প্রধান বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল হক।
প্রধান অতিথি ছিলেন-উখিয়া-টেকনাফের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুর রহমান বদি।
এমপি বদি বলেন-‘জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া স্বেচ্ছাসেবকলীগ একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে এ দেশ বহির্বিশ্বে একটি সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে শেখ হাসিনার করা সকল উন্নয়ন কর্মকান্ড বার্তা হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে দেশের সকল আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি টেকনাফের প্রতিটি পাড়া মহল্লায় জননেত্রী শেখ হাসিনার সরকারি উন্নয়নের বার্তা পৌছে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন এবং উখিয়া-টেকনাফে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ী করায় জন্য সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহমদ চেয়ারম্যান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রান-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙালী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এম.এ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মঈনুল হোসেন চৌধুরী, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-শাহ আলম মেম্বার, টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কোহিনুর আক্তার কাউন্সিলর, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগ নেতা-শাহ আলম মেম্বার, আব্দুল গফফার মেম্বার, সিরাজুল মোস্তফা লালু মেম্বার, আব্দু জব্বার মেম্বার, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আব্দু খলিল চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন-টেকনাফ পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ হোসেন খোকন, যুগ্ম আহবায়ক পংকজ শর্মা, সিকান্দর বাদশাহ, সাদ্দাম হোসেন, ছৈয়দ আজিম, টেকনাফ সদর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজিজুল হক, যুগ্ম আহবায়ক মোঃ আলম, শহিদ উল্লাহ শহীদ, রহমত উল্লাহ, রবিউল আলম, নুরুল আমিন, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মতলব সিকাদর, যুগ্ম আহবায়ক মিলন শর্মা, আব্দুল সালাম রিপু, রফিরুল ইসলাম কাজল, রহিম উল্লাহ, হৃীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা-জামাল মেম্বার, শফিক তুহিন, জাফর আলম, মহি উদ্দীন, হোয়াইক্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা-রাশেদুল ইসলাম, সাহাব উদ্দীন সাকিব, আব্দুর রহমান, আহমদ হোসেন হৃদয়, মোঃ সেলিম, মোঃ ইলিয়াছ, নুর বশর প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।