মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী এলাকায় জায়গার বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় স্থানীয় এক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীসহ ২জন আহত হয়েছে। ২৯ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে বর্ণিত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় মেয়ের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ঐ এলাকার মৃত মোহাম্মদ শফির পুত্র আনিসুর রহমান ও মিজানুর রহমানকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে। আহত সুইটি বর্ণিত এলাকার ছলিম উল্লাহর কন্যা। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা তাদের জায়গা ইতিপূর্বে একাধিকবার ব্যর্থ চেষ্টা চালায়। তারই সূত্র ধরে ২৯ নভেম্বর সন্ধ্যায় আয়েশা সিদ্দিকাকে বাড়ির সামনে একা পেয়ে কিল, ঘূষি মারতে থাকে। দৃশ্যটি তার মেয়ে সুইটি দেখে এগিয়ে গেলে তার উপরও হামলা চালায়। এক পর্যায়ে সুইটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার উপর যৌন নির্যাতনের লক্ষ্যে টানা হেচড়া করে বলেও অভিযোগে প্রকাশ। এসময় সুইটির নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা হুমকি দিতে দিতে পালিয়ে যায়। গুরুতর আহত সুইটি ও তার মাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।