প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ন খেলায় চৌফলদন্ডি ইউনিয়নের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পোকখালী ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত খেলায় কোটায় আসা মধ্য মাঠের খেলোয়াড় জাহাঙ্গির, ডিফেন্সে রুবেল,নিয়ে গড়া দল যে ভাল করবে তা অনেকটা আগে থেকেই বুঝা গিয়েছিল। মাঠে হয়েছেও তাই। অন্যদিকে আগের ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা পোকখালীর কোটায় আসা জোসেল, এবং রাফু ভাল খেললেও অন্যরা সঠিক ভাবে বল নিয়ন্ত্রনে রাখতে না পারায় অনেকটা হতাশ করেছে পোকখালীর সমর্থকদের। প্রথম থেকেই আক্রমনাত্বক ভাবে খেলতে থাকে চৌফলদন্ডি, তার ফল আসে ম্যাচের ১৫ মিনিটে গোল বারের কিছু দূর থেকে চৌফলদন্ডির খেলোয়াড় এরশাদ উল্লার করা সট পোকখালীর খেলোয়াড় রনজুর পায়ে লেগে গোল হলে ১-০ গোলে এগিয়ে যায় চৌফলদন্ডি, পরে আক্রমনের ধার আরো বাড়িয়ে দেয়। এতে রুবেল এবং জাহাঙ্গিরের চমৎকার বুঝা পড়াতে খেলার ৩৪ ও ৫২ মিনিটে জাহাঙ্গিরের পা থেকে আসে আরো ২ গোল। এতে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় চৌফলদন্ডি ইউনিয়ন। এতে ২ খেলায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিযেছে পোকখালী ইউনিয়ন পরিষদ। এ আগে খেলা উদ্বোধন করেন চৌফলদন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল,পোকখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিক,টুর্নামেন্ট কমিটি আহবায়ক খালেদ মোঃ আজম বিপ্লব, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ হানিফ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।