শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার একটি বসবাড়ি থেকে আজিজের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল আজিজ একই এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
স্থানীয় ইউপি (৪ নং ওয়ার্ড)  সদস্য সাইফুল ইসলাম জানান, বসতবাড়িতে তার মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্নহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।