শাহেদ মিজান, সিবিএন
পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের দায়ে কক্সবাজার শহরের ডিসি বাংলোর পিছনের ঘোনায় ওসমান গণি (৩৫) নামে এক যুবককে দু’বছরের জেল দিয়ে ভ্রাম্যমান আদালত। তিনি ওই এলাকার মৃত আবুল কালামের পুত্র। মঙ্গলবার বিকাল ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান এই সাজা দেন।
সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দীন জানান, পাহাড় কেটে বহুল নির্মাণ করছিল অভিযুক্ত ওসমান গণি। এই জন্য আগেও তাকে দু’বার জেল দেয়া হয়েছিল। তারপরও সে ফের ভবন নির্মাণ কাজ করছিল। শুধু তাই নয়. পাহাড় কাটতে ও অবৈধ ভবন নির্মাণের বাধা দেয়ায় সে সরকারি কর্মকর্তাদের হুমকিও দিয়েছিল। এই অপরাধের দায়ে তাঁকে দু’বছরের জেলা দেয়া হয়েছে। গ্রেফতারের পরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।