শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় পৌর কাউন্সিলর মুজিবুল হকের সহযোগিতায় ১হাজার ৯শ’ ৫০পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২৮নভেম্বর দুপুর আড়াইটার দিকে পৌরশহরের চিরিঙ্গা বায়তুশ শরফ রোড থেকে তাকে আটক করা হয়। ধৃত যুবক একই এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার কর্তব্যরত দারোগা এসআই মো. আলমগীর। তিনি বলেন, চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক এলাকাবাসীকে সাথে নিয়ে ১৯৫০পিস ইয়াবাসহ বোরহান উদ্দিনকে ধরে থানায় খবর দেয়।

পরে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।