ডেস্ক নিউজ:

চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পী হত্যার ঘটনায় তার কথিত স্ত্রী রাশেদা বেগমসহ ৬ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে রাশেদা ও হুমায়ুন নামের এক ব্যক্তিসহ দুই জনকে কুমিল্লা থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় আরো চারজনকে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনউদ্দিন বলেন, তদন্তের স্বার্থে আটক হওয়া সকলের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে তথ্য রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও কয়েকজনকে আটকের চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার সকালে চকবাজারের কে বি আমান আলী সড়কের বড় মিয়া মসজিদ এলাকায় একটি ভবনের নিচতলার একটি বাসা থেকে আইনজীবী ওমর ফারুক বাপ্পীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার তিনদিন আগে স্বামীসহ থাকবেন জানিয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন এক নারী। উদ্ধারের সময় আইনজীবী বাপ্পীর হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো ছিল।
এ ঘটনায় বাপ্পীর বাবা আলী আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সরাসরি কাউকে অভিযুক্ত করা না হলেও রাশেদা বেগম নামের এক নারীকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এদিকে আইনজীবী বাপ্পীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ডাকে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। দুপুরে আদালত এলাকায় মৌন মিছিল বের করা হয়। কর্মবিরতির কারণে আদালতে কোনো বিচার কাজ পরিচালিত হয়নি।

এর আগে রোববারও চট্টগ্রাম আদালত ভবন এলাকায় বাপ্পীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।