নেইমারের বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেয়ার পর ক্লাবটির প্রাণ ভোমরা লিওনেল মেসিরও বার্সা ছাড়ার গুঞ্জন উঠেছিল। কারণটাও বেশ যথার্থ ছিল।

সময় ঘনিয়ে আসলেও মেসির চুক্তি নবায়ন নিয়ে কোনও পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছিল না। অবশেষে ক্লাবটির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। নতুন চুক্তিতে তার বেতন ভাতাও বৃদ্ধি পেয়েছে। তাতে আবারও তিনি ফুটবল বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হয়েছেন।

নতুন চুক্তিতে মেসির বেতন ৩০ মিলিয়ন ইউরো। তার সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাদি মিলিয়ে ৪৩ মিলিয়ন ইউরো পাবেন। এর মধ্য দিয়ে সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলারদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন তিনি। ৩৮ মিলিয়ন ইউরো নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তার স্বদেশী খেলোয়াড় কার্লোস তেভেজ। বর্তমানে তিনি চীনের ক্লাব সাংহাই সিনহুয়ার হয়ে খেলছেন।

এদিকে, ৩৬ মিলিয়ন ইউরো নিয়ে তৃতীয় স্থানে আছেন বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেওয়া নেইমার দ্য সিলভা। এছাড়া ৩৪ মিলিয়ন ইউরো নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

২৪ মিলিয়ন ইউরো নিয়ে পঞ্চম স্থানে আছেন ব্রাজিলের অস্কার। তিনি বর্তমানে সাংহাই এসআইপিজির হয়ে খেলছেন।
এ ছাড়া ২৩ মিলিয়ন ইউরো নিয়ে গ্যারেথ বেল রয়েছেন ষষ্ঠ স্থানে। সমান পরিমাণ আয় করে আর্জেন্টিনার ইজাকুয়েল লাভেজ্জি রয়েছেন সপ্তম স্থানে।

২০ মিলিয়ন নিয়ে ব্রাজিলের হাল্ক রয়েছেন অষ্টম স্থানে। পল পোগবা ১৭ মিলিয়ন ইউরো নিয়ে রয়েছেন নবম স্থানে। আর ১৫ মিলিয়ন ইউরো নিয়ে ইতালিয়ান খেলোয়াড় গ্রাজিয়ানো পেলে রয়েছেন দশম স্থানে।