সংবাদ বিজ্ঞপ্তি :

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে প্রতিবারের ন্যায় কক্সবাজার জেলা গাউছিয়া কমিটি ও জোহাদিয়া শরীফের যৌথ উদ্যোগে ‘বিশাল জশনে জুলুছে’ বের করা হবে। আগামী ২ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে জশনে জুলুছে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গনে গিয়ে শেষ হবে। সেখানে আখেরী মোনাজাত ও তবরুক বিতরণে মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটবে। এতে ধর্মপ্রাণ মুসলামানদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা গাউছিয়া কমিটি ও জোহাদিয়া শরীফের নেতৃবৃন্দ।