সংবাদদাতা ॥
ঢাকাস্হ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খাঁন মেনন এর কাছ থেকে অপরাধ ও মাদকের বিরুদ্ধে লেখনী শক্তির মাধ্যমে ভূমিকা রাখায় কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আপন কন্ঠ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক রুহুল আমিন সিকদারকে সম্মাননা ক্রেস্ট ও পদক প্রদান করেন।তাছাড়াও তিনি ২০১২ সালে ক্রাইম রিপোর্টে ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করায় সেই সময়কাল বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেছিলেন। উল্লেখ্য যে, গত ২৪ শে নভেম্বর বিকাল ৫ ঘটিকায় এ সম্মাননা প্রদান করা হয় ।