প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার গতকালকের খেলায় জালালাবাদ ইউনিয়নের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে পিএমখালী ইউনিয়ন পরিষদ। যেহেতু আগের ৩ দিনের খেলায় সব খেলা গোল শুন্য ড্র হয়েছিল তাই খেলায় গোল উৎসব উৎযাপন করেছে মাঠে আসা প্রায় ২ হাজার দর্শক। বিকাল ৪ টায় খুরুশকুল ডেইলপাড়া মাঠে শুরু হওয়া খেলায় প্রথমে কিছুটা বল দেয়া নেয়া করে খেলেছিল পিএমখালী ইউনিয়নের খেলোয়াড়রা তবে সেটা ধরে রাখতে পারে নি। মাত্র ৮ মিনিটের মাথায় জালালাবাদ ইউনিয়নের আনোয়ার ডি বক্সের ভেতরে সবাইকে কাটিয়ে চমৎকার একটি গোল উপহার দেয়, এর পরে গোল শুধ করতে মরিয়া হয়ে উঠে পিএমখালীর খেলোয়াড়রা তাই ডিফেন্স সহ উপরে উঠে খেলতে গেলে লম্বা সটে গোল কিপারকে একা পেয়ে ২৬ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন লূৎফুর, এর মধ্যে খেলা মধ্য বিরতী হলে অনেকটা মনোবল ভেঙ্গে পড়ে পিএমখালীর খেলোয়াড়দের তবে বিরতীথেকে ফিরে পিএমখালীর কয়েক টি আক্রমন কাজে লাগাতে পারলে হয়তো ফলাফল ভিন্ন হতো। তবে শেষ রক্ষা হয় নি। খেলার শেষ দিকে পিএমখালীর গোল রক্ষক জাকেরের দূর্বলতায় আরো দুটি গোল করে বশির ও এহতেশাম, এতে ৪-০ গোলে এগিয়ে যায় জালালাবাদ ইউনিয়ন তবে শেষ মুহুর্তে জার্সি গায়ে মাঠে নেমে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ মাঠে উপস্থিত দর্শকদের উৎসাহ জোগিয়েছে। একই সাথে কিছুক্ষন পরে একই পরিষদের মেম্বার মোফাচ্ছেল ও মাঠে নামে ফুটবল পায়ে কিছুটা ক্রীড়া নৈপুন্য দেখায়। এর আগে খেলা উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, পিএমখালী ইউপি চেয়ারম্যান মাস্টার আবদু রহিম, জালালাবদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আনচারী। আজকের খেলাঃ চৌফলদন্ডি বনাম পোকখালী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।