এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
ককসবাজার উক্তর বনবিভাগের মেহেরঘোনা রেন্জের সদর বনবিটের আওতাধীন মেহেরঘোনা রেন্জ কর্মকতা মো: মামুন মিয়ার নেতৃত্বে ২৭ নভেম্বর সকাল ৯টার দিকে বনবিভাগের নয়টি অবৈধ বসতবাড়ী উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযানে অংশ নেন – মেহেরঘোনা সদর বিটের বিট কর্মকতা মনজুরুল ইসলাম, মাছুয়াখালী বিট কর্মকতা জাহাঙ্গীর আলম,কালিরছড়া বিট কর্মকতা সাইফুল ইসলাম ও বনবিভাগের ষ্টাফ, ভিলেজার এবং বিভিন্ন বাগানের উপকারভোগীসহ অর্ধশতাধিক জনের একটি টিম। এদিকে ৬/৭ সনের ব্যর্থ বাগান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে চারটি বসতঘর ও পাঁচটি নির্মানাধীন ঘর গুড়িয়ে দেয় বনবিভাগ। এ নিয়ে পাহাড়ী এলাকাজুড়ে বনবিভাগের জায়গায় অবৈধ বসবাসকারীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।