সিবিএন:
টেকনাফ শাহপরীর দ্বীপ জামেয়া আহমদিয়া বাহরুল উলুম (বড় মাদরাসা) প্রধান পরিচালক মাওলানা হোসাইন আহমদ ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
২৬ নভেম্বর শনিবার দিবাগত রাত (রবিবার) পৌনে দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
মাওলানা হোছাইন আহমদ দীর্ঘদিন ধরে ডায়বেটিস, প্রেসারজনিত রোগে ভোগছিলেন।
রবিবার সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় তাকে টেকনাফ সদর হাসপাতলে নিয়ে যাওয়া হল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।
মাদরাসার সিনিয়র শিক্ষক, মাওঃ হাফেজ আবুল কালাম (০১৮২০৯১১৪৮৪) সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ৷
নামাজে জানাযার সময় এখনো নির্ধারিত হয়নি৷