বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম’র সভাপতিত্বে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ইসলাম মাহমুদের পরিচালনায় উপস্থিত ছিলেন মহাসচিব আবুল হাসেম সেলিম, যুগ্ন মহাসচিব সাংবাদিক হুমায়ুন সিকদার, সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ ও মালেকুজ্জামান প্রমুখ।

সভায় আগামী ৩০ নভেম্বর’র মধ্যে পরীক্ষা রেজি: ফরম জমা দেয়ার জন্য সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানদের প্রতি বিশেষ ভাবে অনুরুধ জানানো হয়েছে।
এছাড়া পরীক্ষা কেন্দ্র নির্ধারন, প্রশিক্ষণ কর্মশালাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।