ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় পুলিশের অভিযানে আকতার হোছাইন (৩০) নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। ২৫ নভেম্বর (শনিবার) রাত ৯টার দিকে উপজেলার ধূরুং বাজার থেকে ভয়ংকর এ সন্ত্রাসীকে গ্রেফতার করে থানা পুলিশ। ধৃত আকতার উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘর পাড়ার সলিম উল্লাহর ছেলে।
তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আকতার একজন ভয়ংকর সন্ত্রাসী তার বিরুদ্ধে মামলা ছাড়াও একাধিক নারী ধর্ষণের অভিযোগ রয়েছে। অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।