সাখাওয়াত হোছাইন সূজন, পেকুয়া:
সারাদেশের ন্যায় পেকুয়া উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উদযাপিত হয়েছে। শনিবার এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত পরিবেশন, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সকাল ১০ টায় বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে চৌমুহনী ষ্টেশন ও পেকুয়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল করিম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খানসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ক্ষমতাসীনদলের নেতাকর্মীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উদযাপন উপলক্ষে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের সচিব মুহসীন উদ্দিন আহমদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ইউপি কার্যালয় থেকে বের করা হয়। এতে ইউপি চেয়ারম্যান, সদস্য- সদস্যারা, গ্রামপুলিশ ও ছাত্রছাত্রীরা অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।