প্রেস বিজ্ঞপ্তি:
ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহপাড়াস্থ হযরত মৌলানা আলাউদ্দিন শাহ্ (রহ:) মাজার পুন:নির্মাণের কাজ গতকাল জুমাবার শুভ উদ্ভোধন করেন আলহাজ্ব সায়মুম সরওয়ার কমল এমপি, মাজার পুন: নির্মাণ কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক এনামের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, নাছির উদ্দিন এমইউপি, সেলিম উল্লাহ এমইউপি, মৌ: কাজী মো: সিরাজুল ইসলাম ছিদ্দিকী, মৌ: ওসমান গণি, মৌ: ইসমাইল আনসারী, আলহাজ্ব নুরুল ইসলাম চিশতি, নুরু কোম্পানী, মোস্তফা সরওয়ার হাসান রাজু, আবদুল হক, জাফর আলম, শহর আলী, শেখ আহমদ, গিয়াস উদ্দিন চৌধুরী, মোস্তফা কনষ্ট্রাকটর, নজির আহমেদ, শামসুল ইসলাম, আবু তাহের সওদাগর, বাদশা মিয়া সওদাগরসহ অত্র এলাকার মান্যগন্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি সকলের প্রতি দলমত নির্বিশেষে মাজার পুন: নির্মাণ কাজের সার্বিক ও আর্থিক সহযোগিতা কামনা করেন।