সংবাদ বিজ্ঞপ্তি
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় স্থানীয় ডিভাইনপার্কে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম ফেরদৌস। উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা নুরুল আবছার।
ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শহীদুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মিরাজ আহমদ মাহিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি মোকতার আহমদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খাঁন।
সম্মেলন ও কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদী বাবু।
ইউনিয়ন যুবদলের আহবায়ক মাস্টার আবদুর রহিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনছারুল হক, বিএনপি নেতা নুরুল আমিন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মনিরুল আলম, আবদুল মালেক, সাঈদ হোসেন আকাশ, জামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক মুফীদুল আলম, রবিউল হাসান পারভেজ, মনির আহমদ, মুহাম্মদ শাহজাহান।
সম্মেলন শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধিবেশনে কাউন্সিলরদের ভোটে ১৩ সদস্য বিশিষ্ট দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের কমিটি (আংশিক) গঠিত হয়।
এতে মাস্টার আবদুর রহিম সভাপতি, মুফীদুল আলম সিনিয়র সহ-সভাপতি, মনির আহমদ, রেজাউল করিম খোকন, নুর আহমদ সহ-সভাপতি, রবিউল হাসান পারভেজ সাধারণ সম্পাদক, মোঃ শাহজাহান সিনিয়র যুগ্ম-সমপাদক, শেখ আবদুল্লাহ ভুট্টু যুগ্ম-সম্পাদক, মিজানুর রহমান সহ-সাধারণ সম্পাদক, মনজুর আলম সাংগঠনিক সম্পাদক, আজিজুল হক সহ-সাংগঠনিক সম্পাদক, রেজাউল করিম প্রচার সম্পাদক, ফারুক আজম দপ্তর সম্পাদক নির্বাচিত হন। বাকী পদগুলো আগামী ৩ মাসের মধ্যে পূর্ণ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ওয়ার্ড কমিটিসমূহ পূনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দক্ষিণ মিঠাছড়ি যুবদলের সম্মেলন ও কাউন্সিল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে