আমান উল্লাহ আমান, টেকনাফ :

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষ্যে টেকনাফে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার ১০ টায় টেকনাফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়।

শোভাযাত্রায় টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিকী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বশর, টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধূরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য তথা এর ইতিহাস ও ঐতিহ্যের জন্য একটি বিরাট অর্জন। শিক্ষার্থীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম ৭ মার্চের ভাষণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে। এই স্বীকৃতি বাঙ্গালী জাতি ও বাংলা ভাষার জন্য বিশাল গৌরব। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।