খালেদ হোসেন টাপু, রামু:

সারাদেশের মত রামুতেও উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উদযাপিত হয়েছে। শনিবার এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত পরিবেশন, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওরা ১১ জন সিনেমা প্রদর্শন, কুইজ, রচনা, চিত্রাংকন ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতাসহ ইত্যাদি।

সকাল ১০ টায় একটি বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে চৌমুহনী ষ্টেশন, বাইপাস চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এতে রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবি রামু সদর সেক্টরের মেজর সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, রামু থানার ওসি একে এম লিয়াকত আলী, ৫০ বিজিবি’র সহকারী পরিচালক নুরুল ইসলাম, রামু থানার তদন্ত এস এম মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল হক, রনধীর বড়–য়া, রমেশ বড়–য়া, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান, উপজেলা সমাজসেবা কর্মর্কা মুজাহিদুল ইসলাম, আবাসিক প্রকৌশলী হেলাল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা রূপেন চাকমা, সমবায় কর্মকর্তা মোঃ সেলিম উল্লাহ, রাবার বাগান ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দিকী, একাডেমী সুপারভাইজার মোঃ তৈয়ব, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াছিন আরফাত, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন, মন্ডল পাড়া সরকারী প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আজগর হোছাইন, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাাইজার সাইফুদ্দিন খালেদ, কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা আবু বক্কর ছিদ্দিক, মাওলানা শরিফুল ইসলাম, মাষ্টার হোছাইনুল মাতাব্বর, সহকারী প্রকৌশলী আলা উদ্দিন খান, রামু প্রেস ক্লাব কর্মকর্তা খালেদ হোসেন টাপু, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আনছারুল হক ভূট্টো, মাওলানা জামাল উদ্দিন আনছারী, সংবাদকর্মী সোয়েব সাঈদ, সাহেদ কায়সার প্রমুখ।

সংগীতে অংশগ্রহণ করেন, শিল্পী বশিরুল ইসলাম, বিভাষ সেন গুপ্ত জিগমী, মানসী বড়–য়া, সোনিয়া বড়–য়া, নিরুপমা বড়–য়া ও আবুল কাশেম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: শাজাহান আলি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের জাতীয় ও আর্ন্তজাতিক গুরুত্ব সম্পর্কে জনগণকে, বিশেষত শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে অবহিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

একাত্মতা প্রকাশ করেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, রামু থানাসহ মুক্তিযোদ্ধা সংসদ, রামু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, রামু কলেজ, রামু হাসপাতাল, খিজারী উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, বাঁকখালী উচ্চ বিদ্যালয়, সাব রেজিস্ট্রার কার্যলয়, রামু পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্টান সমুহ।