মো. রেজাউল করিম, ঈদগাঁও
সদ্য ঘোষিত কক্সবাজার জেলা বিএনপির নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এম মমতাজুল ইসলাম।
তিনি জেলা যুবদলের সম্মানিত সদস্য ও জালালাবাদ ইউনিয়নের বিএনপি মনোনীত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর তাজ জনির পিতা।
এম. মমতাজুল ইসলামকে জেলা বিএনপির সহ-সভাপতি পদে নির্বাচিত করায় স্থানীয় বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এম. মমতাজুল ইসলাম দলের নেতাকর্মীসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।