নিজস্ব প্রতিবেদক:
রামুর কচ্ছপিয়ায় ইসলামি ছাত্রসমাজের নবনির্বাচিত কেন্দ্রীয় সহসভাপতি ও কক্সবাজার জেলার সফল সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুরকে সংবর্ধণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিকদার কমিউনিটি সেন্টারে ইসলামি ছাত্রসমাজের গর্জনিয়া ও কচ্ছপিয়া শাখার নেতাকর্মীরা ওই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা মোস্তাক আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, গর্জনিয়ার নাজের নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গির আলম, গর্জনিয়া এম.ই বিদ্যাপীঠের পরিচালক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, রামু উপজেলা ছাত্রসমাজের সভাপতি মো.দিদারুল আলম, সাধারণ সম্পাদক আতাউল্লাহ, ছাত্রসমাজের চাকমারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ প্রমূখ। সভাপতিত্ব করেন কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি হাফেজ শহীদুল্লাহ। ইসলামি সংগীত পরিবেশন করেন আনোয়ার হোছাইন, অলি আহমদ ও রেজাউল করিম।
সংবর্ধিত অতিথি হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর বলেন, ‘ইসলামি ছাত্রসমাজ আদর্শ মানুষ গড়ার এক অনুষদ। মহানবী (স:) এর কালজয়ী আদর্শের আলোকে আলোকিত প্রজন্ম গড়ে তোলার জন্য ইসলামি ছাত্রসমাজের নেতাকর্মীরা কাজ করছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।