খালেদ হোসেন টাপু, রামু:
রামুতে পুলিশের হাতে উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের পরিচয় এখনো মেলেনি। পুলিশে বলেছে উক্ত ব্যক্তির মরদেহটি কক্সবাজার পৌসভার কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে রামু থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) রাত অনুমান আটটার দিকে রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্ল্যাতলি এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের উপর থেকে আহত অবস্থায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে স্থানীয় জনতা উদ্ধার করে চাইন্দা হোপ ( মা ও শিশু) হাসপাতালে নিয়ে যায়। পরেরদিন বুধবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। কিন্তু প্রায় ৪ দিন অতি বাহিত হয়ে গেলেও লাশটি পরিচয় মেলেনি।
এদিকে রামু থানার ওসি তদন্ত এস এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার আটটার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কে রামু এলাকায় ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় জনতা। সেখানেই তার মৃত্যু হয়। গত চার দিন ধরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে অজ্ঞাত ব্যক্তির এই মরদেহ পড়ে থাকলেও তার কোন সন্ধান না পাওয়ায় লাশটি পৌরসভার কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন বলে তিনি জানান। তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপমৃত্যু মামলা রুজু করেন।