ডেস্ক নিউজ:
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। তারা যদি নির্বাচনে না আসে তাহলে তাদের অস্তিত্ব সংকট হবে। এই নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।
শুত্রবার দুপুরে ভোলার লালমোহনে ১৫২ কৃতি শিক্ষার্থীকে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি প্রদান আনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন শান্তি বিরাজ করছে। গ্রামে গ্রামে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডনে বসে ইতিহাস বিকৃতি করে কথা বলেন আর দেশকে অস্থিতিশীল করেন।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলে ভোলার অনেক উন্নয়ন হয়েছে। নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ভোলায় প্রায় দুই হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। ভোলার গ্যাস দিয়ে এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। তখন ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।