নুরুল কবির বান্দরবান :

বান্দরবানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার সকালে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল ও ১৬তম কেন্দ্রীয় সম্মেলন ফাদার মিশন মাঠের অনুষ্ঠিত হয়েছে। মারমা জাতির ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামাজিক -ভূমি,ভাষা,সাহিত্য,সংস্কৃতি,ঐতিহ্য-ইতিহাস ও জীবনের অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজ ও মহাবিদ্যালয় শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে ফাদার মিশন মাঠ সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিকাল ২টায় ওই মাঠের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কেন্দ্রীয় কমিটি সভাপতি চাইথোয়াই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা,অনুষ্ঠান উদ্বোধন হিসেবে ছিলেন,রাণীহাট ডিগ্রী কলেজ ও বিএমএসসি প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর সুইবাই রোয়াজা।বিশেষ অতিথি হিসেবে আছেন মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সভাপতি চাইথোঅং মারমা,বান্দরবান জেলা কমিটি বিএমএসসি প্রথম সভাপতি ও শিক্ষক শৈটিংপ্রু,বান্দরবান জর্জ কোট আইনজীবী মেদাওয়ে মারমা (মাধবী) এবং সম্মেলন অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মারমা ভাষাপ্রশিক্ষক ক্যশৈপ্রু খোকা,বিশেষ আলোচক হিসেবে ছিলেন রাঙ্গামাটি চাকমা সার্কেলের উপদেষ্টা য়েন য়েন প্রমুখ। এসময় বক্তব্যে মারমা কেন্দ্রীয় কমিটি নেতারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের মারমা জাতি গোষ্ঠিরদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে অবহেলিত বঞ্চিত মানুষের পাশে থাকার ও ভাষা,সাহিত্য,সংস্কৃতি রক্ষায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মারমা শিক্ষার্থীদে ভর্তির সুযোগ ও চাকরির কোটা বাস্তবায়নে সরকারের কাছে দাবির জানান।

এছাড়া মারমা স্টুডেন্টস্ কাউন্সিল ছাত্র-ছাত্রীরা নানা দাবি ও অধিকারমূলক আন্দোলনকে সফল করতে সংবলিত ব্যানার ফেস্টুন প্লেকার্ড নিয়েও আলোচনা সভায় অংশ নেয় মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,কলেজ ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ।