সিবিএন:
কক্সবাজার জেলা সদর হাসপাতালে বিশেষ প্রক্রিয়া খালেদা বেগম (২২) নামে এক মহিলার পেট থেকে ৩০০৩ টি ইয়াবা বের করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে ইয়াবাসমূহ উদ্ধার হয়। পরে ওই মহিলাসহ ইয়াবাগুলোর মালিক আব্দুল গফুর (৩৩) কে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
খালেদা বেগম টেকনাফ উপজেলার সাবরাং কাটাবনিয়ার নুরুল আমিনে স্ত্রী। আব্দুল গফুর একই এলাকার মৃত আব্দুল কাদের এর ছেলে।
২২ নভেম্বর বিকালে ইয়াবাগুলো নিয়ে ঢাকা যাওয়ার পথে কক্সবাজার বিমান বন্দর থেকে এই দুইজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ইয়াবাসমূহ পেট থেকে বের করার জন্য মহিলাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেবনাথ জানান, তারা দুইজন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। আব্দুল করিমের প্ররোচনায় খালেদা বেগম গলধকরণ করে ইয়াবাগুলো বিক্রির জন্য ঢাকা নিচ্ছিল বলে স্বীকার করেছে। সঠিক তথ্যের ভিক্তিতে তাদের আটক করা হয়।
তিনি জানান, সংশ্লিষ্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মহিলার পেট থেকে বের করা হলো ৩০০৩ টি ইয়াবা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।