ইমাম খাইর, সিবিএন:
জেলা বিএনপির ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের মধ্যে ৫০ শতাংশই আবু তাহের। ৮ জনের মধ্যে চারটি নামে চমৎকার মিল পাওয়া গেছে। তাদের পুরো নামের মিল না থাকলেও আগে পরে সামান্য ভিন্নতা রয়েছে।

তবে, তাদের মান ও মনের ভিন্নতা কেমন? তা জানা যায়নি।

তারা হলেন- চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরী আবু মিয়া, পেকুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরী বাচ্চুমিয়া, মহেশখালীর প্রবীন বিএনপি নেতা আবু তাহের চৌধুরী, বৃহত্তর ঈদগাঁওর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের।

আগের কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাকে স্বপদে বহাল রেখে ২২ নভেম্বর কমিটি অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

২০০৯ সালের ২০ নভেম্বর জেলা বিএনপির সর্বশেষ কমিটি গঠিত হয়।