বাবুল মিয়া মাহমুদ , উখিয়া :
উখিয়ার পাগলির বিলে ব্রীজধসে কয়লাবাহী ট্রাক খাদে পড়ে ২ জন গুরুতর অাহত হয়েছে।আজ ২৪ নভেম্বর সকাল ৭.৫০ মিনিটে দীর্ঘদিনের পুরনো বাককলের ছরা ব্রীজ দিয়ে কয়লাবাহী অতিরিক্ত ওজনের ট্রাক বগুড়া ট-১১০৯৫৮ গাড়ীটি ব্রীজ পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।এতে ট্রাকের চালকও হেলপার গুরুতর অাহত হয়।তাদের দ্রুত হাসপাতালে নেয় স্থানীয়রা।মরিচ্যার সাথে উত্তর বড়বিল,নাইক্ষ্যংছড়ি,সোনাইছড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উখিয়ার পাগলির বিলে ব্রীজধসে কয়লাবাহী ট্রাক খাদে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।