সিবিএন:

গর্ভধারীনি মার লাশ ঘরে রেখে ইবতেদায়ী সমাপনি পরীক্ষায় অংশগ্রহন করেছে সাবরিনা মোস্তারি নামে এক শিক্ষার্থী। সাবরিনা কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী দারুল আলিম মাদ্রাসার ছাত্রী। তার রোল নং ১৩৩৫। সে বর্ণিত ইউনিয়নের সাবেক পাড়ার আয়ুব আলীর কন্যা। কুরআন মজিদ-তাজবীদ এবং আকাইদ-ফিকাহ বিষয়ের পরীক্ষা ছিল তার। পরীক্ষা কেন্দ্র ছিল ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়।  বৃহষ্পতিবার সকালে এমনতর ঘটনাটি ঘটেছে উল্লেখিত গ্রামে।
জানা গেছে, বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার সময় আকষ্মিক সাবরিনার মাতার মৃত্যু হলে পরিবারের লোকজন ১১টার সময় দাফন করার সিদ্ধান্ত নেয়। একপর্যায়ে সকাল ১১টা সময় সাবরিনার ঐদিনের পরীক্ষা রয়েছে তা জানাজানি হলে পরে সময় পরিবর্তন করে ২টার সময় দাফনের কথা হয়। উপায়ন্তর না পেয়ে সাবরিনা মা’র লাশ ঘরে রেখে ভারাক্রান্ত মন নিয়ে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে চলে যায়। পরীক্ষা অংশ গ্রহন করে মৃত মা’র মুখ দেখতে সাবরিনা দ্রুত বাড়িতে চলে আসে। পৌনে ২টার সময় বাড়িতে এসে সাবরিনা তার মাকে শেষ দেখার পর বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা সৃষ্টি হয়।