শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনায় হাইয়েস, নোহা, ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে গাড়ীত্রয়ের ১০ যাত্রী কমবেশি আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ও হাইওয়ের একদল পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। তাৎক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। ২৩ নভেম্বর সন্ধ্যায় ৫টার দিকে বর্ণিত স্থানে বাইগ্যার টেক নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী দ্রুতগামী একটি নোহা যার নং চট্টমেট্রো চ ১১-৪৯০৯ গাড়ীটি ঘটনাস্থলে পৌছলে অপর একটি টমটমকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমুখী অপর একটি হাইয়েস যার নং চ ১১-৪৩৮৩ এ স্থানে পৌছলে ত্রিমুখী সংঘর্ষ লেগে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার পূর্বক বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। তবে টমটম চালকের অবস্থা আশঙ্কাজনক বলে কয়েকটি সূত্রে জানা গেছে।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত রামু ক্রসিং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।