ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী:
মহেশখালীতে ২৩ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭ বসত বাড়ী পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ইউনুছখালী মাইজ পাড়ায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। উপজেলা সদর থেকে দীর্ঘ ২৭ কি: মি: দুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছতে পৌছতে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় ৭টি বাড়ি পুড়ে গিয়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহেশখালী স্টেশন মাস্টার ধীমান বড়ুয়া জানান – বেলা ১২ টার দিকে কালারমার ছড়ার ইউনুচখালী মাইজ পাড়া এলাকায় জনৈক নুর মোহাম্মদের বাড়িতে প্রথম আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। ঘটনায় ৭ টি মাটির দেওয়ালের বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় আগুন থেকে বাঁচাতে আশপাশের বেশ কয়েকটি বাড়ির চাল খুলে ফেলা হয়। আগুনে স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে যায়। এতে অন্ততঃ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোস্তাফা কামাল জানান -আগুনে অন্ততঃ ১৫ টি বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।