জিএম রহমান , নারায়ণগঞ্জ :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,স্বাধীনতার ইতিহাস ও রাজনীতির সূঁতিকাগার নারায়ণগঞ্জ। বঙ্গবন্ধুর আদর্শের নগরী নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জে এসে বক্তব্য রাখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই নারায়ণগঞ্জ ইতিহাসের নারায়ণগঞ্জ। যেখানে শুধু ইতিহাসের জন্ম হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমাদের শিক্ষকদের যদি তোমরা সম্মান না কর তাহলে তোমরা যখন বড় হয়ে শিক্ষক হবে,নেতা হবে তখন তোমাদেরও কেউ সম্মান করবে না। জীবনে বড় হতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষাই মানুষের বড় হওয়ার আসল পথ। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের অর্থায়নে নির্মিত ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরো বলেন,দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। সন্ত্রাসবাদ আর জঙ্গীবাদে দেশ আজ কঠিন বাস্তবতার মুখোমুখিতে অবস্থান করেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তা দমন করতে হবে। দেশকে বাঁচাতে হবে। ওবায়দুল কাদের এমপি বলেন,আমাদের দেশে অনেক এমপিই আছেন কিন্তু সেলিম ওসমানের মতো নিজের ৩০ কোটি টাকা খরচ করে স্কুল নির্মাণ করার মানুষিকতার এমপি আর একজনও খুঁজে পাবেননা। শিক্ষা জীবিকার জন্য নয়,শিক্ষা হচ্ছে জীবনের জন্য। পরীক্ষায় পাশ করার শিক্ষা নয়, আমরা সত্যিকারের শিক্ষার্থী চাই। প্রশ্নপত্র ফাঁস করে যারা আজকে শিক্ষার ১২টা বাজায় তারা দেশের শত্রু জাতির শত্রু। তাদের মেরুদন্ড ভেঙ্গে দিতে হবে। যারা আমাদের মেধাবীদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন তাদের ধংস করে দিতে হবে।

মন্ত্রী শুরুতেই বেলা ১২টায় মিনারবাড়ি এলাকার এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভায় অংশ নেন। পরে পর্যায়ক্রমে মদনপুরস্থ কেওঢালা বাগদোবাড়ীয়া এলাকার নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের এবং পরিশেষে ধামগড় ইউনিয়নের হালুপাড়ার শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধণী অনুষ্ঠানে অংশ নেন।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক,নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী,জেলা আওয়ামী লীগের চেয়ারম্যান আব্দুল হাই,সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল,জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের,যুগ্ম আহবায়ক আফজাল হোসেন,মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু,সদস্য সচিব আকরাম আলী শাহিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাকিরুল আলম হেলাল,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহাদৎ হোসেন সাজনু,জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন,সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাকসুদ হোসেন,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,বন্দর থানা আওয়ামীলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা,শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোনা মিয়া,সাবেক কৃষি বিষয়ক সম্পাদত মোঃ শাহজাহান মোল্লা,২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সোহেল করিম রিপন,ডাঃ মোঃ শফিউল্লাহ,২১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ কন্ট্রাক্টর,২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা লাইক আহমেদ সিদ্দিকী বাবু, বন্দর থানা যুবলীগের সাাধারণ সম্পাদক খন্দকার এম এ হাতেম,সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল,বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন,ধামগর ইউপি মেম্বার ছাত্রলীগনেতা সাঈদ মিয়া প্রমুখ।