নুরুল কবির, বান্দরবান:

বান্দরবানে শ্রমিকলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় রাজার মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সম্মেলন উদ্ধোধন করেন শ্রম ও কল্যান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ,

এসময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক শফর আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা শ্রমিকলীগের আহবায়ক মোহাম্মদ মূছা, সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং শ্রমিকলীগের জেলা ও পৌরশাখা কমিটি ঘোষণা করেন। এরা হচ্ছেন-জেলা শ্রমিকলীগের নতুন সভাপতি মোহাম্মদ মূছা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং পৌর শাখা কমিটির সভাপতি মিলন পাল ও সাধারণ সম্পাদক হারুন গাজী। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে সংগঠনের নতুন এবং পুরাতন নেত্বদের সম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার, বার বার দরকার। কর্মী ছাড়া নেতার কোনো মূল্য নেই, কর্মী জনসমর্থন দিয়েই নেতার পরিচয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে চলছে আওয়ামীলীগ এবং মহাজোট সরকার। বীর বাহাদুর নয়, নৌকার প্রতি বিশ্বাস রাখুন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামীতেও নৌকায় ভোট দিন।