কামাল শিশির , রামু :

কক্সবাজার রামুর কাউয়ারখোপ ইউনিয়নে ৮ গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে । সরজেমিন পরিদর্শনে দেখা যায়, রামু উপজেলার দূর্ঘম এলাকা বৃহত্তর উখিয়ারঘোনার লামারপাড়া,স্কুল পাড়া,বড়–য়া পাড়া ,মিয়াজি পাড়া,সওদাগড় পাড়া,গুদামকাটা,গনিয়াকাটা ও পশ্চিম গনিয়াকাটা গ্রামে স্বাধীনতার পরেই এ প্রথম বিদ্যুতের আলো জ্বলে উঠল । ২৩ নভেম্বর আলোময় এ মহতি কাজের শুভ উদ্বোধন করেন কক্সবাজার-রামুর  সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল । বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ সিষ্টেম উন্নয়ন প্রকল্পের অধীনে উক্ত ৮ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে । উক্ত ৮ গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় ঘরে ঘরে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে । এ উপলক্ষে এলাকাবাসী ব্যাপক আয়োজন করেছে । গ্রামগুলোর মানুষের মাঝে আনন্দরব। উখিয়ারঘোনা যেন সেজেছে নববধুর সাজে । অতিথি বরণে কাউয়ারখোপ-উখিয়ারঘোনা সড়ককে সাজানো হয়েছে । সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে ব্যাপক তোরণ । এছাড়া এলাকার বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে এমপি কমলের ছবিসহ ব্যানার, ফেষ্টুন । এলাকাবাসী এমপি কমলের প্রতি কৃতজ্ঞতা জানান । উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ,রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম । বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ সিষ্টেম উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার প্রবীর কুমার দে ,কক্সবাজার জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জাফর আলম চৌধুরী,ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ ,সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক,মুক্তিযোদ্ধা প্রপেসর গোলাম কাদের ,আওয়ামীলীগ সভাপতি মীর কাসেম ও লেখক ,গবেষক এম সুলতান আহমদ মনিরি । বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তা । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান শামশুল আলম । প্রধান অতিথি, সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, স্বাধীনতার পর থেকেই কাউয়ারখোপ বাসীর স্বপ্ন ছিল এলাকায় কখন বিদ্যুৎ আসবে । মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ ,ঘরে ঘরে বিদ্যুৎ । তারই ধারাবাহীকতায় আজ ৮গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হল । তিনি আরো বলেন অতিতের সাংসদরা মিথ্যা প্রতিশ্র“তি দিয়ে আপনাদের ভোট আদায় করেছে । তারা এলাকার কোন উন্নয়ন করেনি । বর্তমান আওয়ামীলীগ সরকার এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন ।সবাইকে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান ।