আবদুল মালেক সিকদার,রামু :

কলঘর বাজার এলাকায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীর সাথে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় মাতাল মাছ ব্যবসায়ীকে উত্তম মাধ্যম দিয়েছে স্থানীয় জনতা। এঘটনায় সচেতন মহলে মানুষের নৈতিকতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সূত্রে জানা যায়, অনেকদিন যাবৎ কলঘর বাজারের আশেপাশের এলাকায় মানসিক প্রতিবন্ধী এক পাগল কিশোরী ঘুরাঘুরি করে আসছিল। কয়েকদিন আগে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঐ মানসিক প্রতিবন্ধী পাগল মেয়েটিকে একা পেয়ে কলঘর বাজার এলাকায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মোস্তাক আহাম্মদ অপকর্মে জড়িয়ে পড়ে। ঘটনাটি স্থানীয় লোক জনের চোখে পড়লে লম্পট ব্যক্তিকে হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়।

স্থানীয় সচেতন মহলের দাবী দীর্ঘদিন ধরে কলঘর বাজারের আশপাশের বিভিন্ন স্থানে বেওয়ারিশ পাগলের ঘুরাঘুরি দেখা যায়। অনেক সময় এসমস্থ লম্পট প্রকৃতির কিছু লোক রাতের আধারে জোর পুর্বক পাগলদের সাথে অপকর্মে লিপÍ হয়ে পড়ে। এসব লম্পট মানসিক বিকার গ্রস্থদের হাত থেকে নিরীহ মানসিক ভারসাম্যহীন পাগলদের রক্ষা করতে তারা টহল পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।