এম. জিয়াবুল হক, চকরিয়া:
আজ ২৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির বহুল প্রতিক্ষিত ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। অনুষ্ঠিত সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ছয়ঘন্টা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বিদ্যালয় ক্যাম্পাসে। নির্বাচনে মাধ্যমিক বিভাগে ১৮৮৮জন ও প্রাথমিক বিভাগে ৮৩৪জন অভিভাবক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিদ্যালয়ের ৩১জন শিক্ষক ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। মাধ্যমিক স্তরের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন বিদ্যালয়ের ৩১জন শিক্ষক। অভিভাবক পদে একজন ভোটার মাধ্যমিক বিভাগে দুইজন প্রার্থীকে ভোট দিতে পারবেন। একইভাবে একজন ভোটার প্রাথমিক বিভাগে দুইজন প্রার্থীকে ভোট দেবেন। অপরদিকে উভয় শাখার ভোটার অভিভাবক সদস্য পদে একজন নারী প্রার্থীকে ভোট দিতে পারবে।
নির্বাচন কমিশনার ও চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তফসিল ঘোষনার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ইতোমধ্যে চারটি পদে চারজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন প্রতিষ্ঠাতা ক্যাটাগরীতে কমরেড নুরুল আবছার, দাতা ক্যাটাগরীতে চকরিয়া পৌরসভার কাউন্সিলর আলহাজ মকছুদুল হক মধু, প্রাথমিক শাখার শিক্ষক প্রতিনিধি পদে অলসন বড়–য়া, মাধ্যমিক ও প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নারী শিক্ষক প্রতিনিধি পদে রূপালী রানী দে। অপরদিকে শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী পদাধিকারবলে সদস্য-সচিব নির্বাচিত হয়েছেন প্রধান শিক্ষক মো.নুরুল আখের।
অনুষ্ঠিতব্য নির্বাচনে বর্তমানে ৬টি পদের বিপরীতে লড়ছেন ১০জন প্রার্থী। তাদের মধ্যে মাধ্যমিক শাখার শিক্ষক প্রতিনিধি পদে দুইজন, মাধ্যমিক শাখার অভিভাবক প্রতিনিধি পদে তিনজন, প্রাথমিক শাখার অভিভাবক প্রতিনিধি পদে তিনজন ও মাধ্যমিক এবং প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নারী অভিভাবক প্রতিনিধি পদে দুইজন।
জানা গেছে, মাধ্যমিক বিভাগের অভিভাবক প্রার্থী পদে ভোটযুদ্ধে লড়ছেন মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিশিয়া চোঁয়ারফাড়ির বাসিন্দা শিক্ষানুরাগী মকছুদুল হক ছুট্টো, উপজেলা ঠিকাদার সমিতির আহবায়ক ফাসিয়াখালীর বাসিন্দা শফিকুল কাদের, মহেশখালী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানের স্বামী চকরিয়া পৌরসভার নামার চিরিঙ্গা এলাকার বাসিন্দা জাহাংগীর আলম। অপরদিকে প্রাথমিক শাখার অভিভাবক পদে রয়েছেন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ পৌরসভার হাসপাতাল পাড়ার বাসিন্দা তরুন আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর হোছাইন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবং উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সভাপতি পৌরসভার ফুলতলা গ্রামের বাসিন্দা শওকত হোসেন, চকরিয়া কোরক বিদ্যপীঠ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ নুরুল কবিরের ছেলে ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর শ্যালক উপজেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক পৌরসভার কাজিরপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল কাদের সোহেল।
অপরদিকে মাধ্যমিক এবং প্রাথমিক শাখা মিলিয়ে দুই বিভাগে নারী অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচনে নেমেছেন বর্তমান কমিটির সদস্য ইছমত আরা বেগম ও চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষিকা শরিফা মোস্তাফা। নির্বাচনে মাধ্যমিক শাখার শিক্ষক প্রতিনিধির একটি পদে রয়েছেন দুইজন। তাঁরা হলেন বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক সফিউল আলম ও সহকারি শিক্ষক নুরুল ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।