প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের প্রতিনিধিদল। এ সময় মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে তারা কথা বলেন। একই স্থানে দলাদলি করে এত বিপুল সংখ্যক মুসলিম রোহিঙ্গার দুরাবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশে আশ্রিত এসব রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত মিশরের পক্ষে সাধ্যমত সহায়তার প্রদানের কথা বলেন তার।
২২ নভেম্বর দুপুরে বাংলাদেশে অবস্থানরত মিশর দূতাবাসের মাধ্যমে ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় উখিয়ার বালুখালি ২ নং ক্যাম্পে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ১১০ টন খাদ্য সহায়তা ও শীত বস্ত্র বিতরন করে। প্রতিনিধি দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের খতিব মোহাম্মদ ইলাব্দ, প্রফেসর ডক্টর মাহমুদ আল সালাম ও আলী সামসুদ্দিন। ত্রাণ বিতরণে সহায়তা করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও বাংলাদেশ সেনাবাহিনী।
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের প্রায় ৭ লাখ ৩১ হাজার নাগরিক। আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস হতে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিপুল পরিমাণ ত্রাণ জমা দিয়েছেন। আজ সবচেয়ে বেশি ত্রাণ জমা দিয়েছে মিশরের আল আজহার আল শরীফ বিশ^বিদ্যালয়।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।