ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় মোঃ মনিরুল ইসলাম(২১) নামের এক যুবককে সাতদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল করিমের আদালত ইয়াবা পরিবহণের দায়ে ওই যুবককে ৭ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। মনিরুল ইসলাম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকার বদিউল আলমের ছেলে।
আদালত সূত্র জানায়, একইদিন সকালে পেকুয়া থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) নিউটন বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ ১পিছ ইয়াবা বড়ি সহ মনিরুল ইসলামকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।