মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসরুর হাসান রইসের পিতা আলহাজ্ব জাবের আহমদ প্রকাশ জাবের হাজী (৯৬) ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি…রাজেউন)। বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে তিনি নিজবাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যৃকালে তিনি সাত ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২২ নভেম্বর বুধবার রাত ৮টা ৩০ ঘটিকায় ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন, প্যানেল চেয়ারম্যান শওকত আলীসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মী।