আবুল বশর পারভেজ, মহেশখালী:
মহেশখালী পৌরসভার পুটিবিলা কমিউনিটি ক্লিনিকে মা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বুধবার (২২নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় কাউন্সিলর হামিদ হোসেন এর সভাপতিত্বে মা সমাবেশর প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মহেশখালী হাসপাতপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন।
তিনি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করন, প্রাতিষ্ঠানিক প্রসবে নিরাপদ রাখার বিষয়ে গর্ভাবস্থায় স্বাস্থ্য পরীক্ষা বা চেকআপ, কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে বাল্য বিবাহ কে না বলার বিষয়ে উপস্থিত মা-দের পরামর্শ প্রদান করেন। এসময় ২শতাধিক গর্ভবতী মা সমাবেশে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন পুটিবিলা কমিউনিটি ক্লিনিকের জমিদাতা হাজী মমতাজ আহাম্মদ,সদস্য আনচারুল করিম সওদাগর, এস এম ইকবাল হোসেন,মহেশখালী প্রেসক্লাবের জিএস আবুল বশর পারভেজ,এম আলী আহাম্মদ (এম.এম),স্বাস্থ্য পরিদর্শক আ.ন.ম মাহাফুজুল হক,হেলথ কেয়ার প্রোভাইডার সুমি আকতার, পাপিয়া দে,অনজু দেব, রুমানা ইয়াসমিন। মহেশখালী হাসপাতালের আয়োজনে মা সমাবেশে বাস্থবানে সহযোগিতা করেন ডিইপিবি কক্সবাজার ও এস এ আরপিভি মহেশখালী।
উপজেলার ২৭টি কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে।