প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলারধীন ৭নং ভারুয়াখালী ইউনিয়নকে নতুন প্রস্তাবিত ঈদগাঁও উপজেলার অর্ন্তভুক্ত না করার জন্য কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২২ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজারস্থ ভারুয়াখালী এসাসিয়েশনের সভাপতি ডা: মনজুর আলম নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, নতুন প্রস্তাবিত ঈদগাঁও উপজেলা করার প্রক্রিয়া চলছে। কিন্তু ভারুয়াখালী ইউনিয়নের অধিকাংশ লোকের ব্যবসা-বাণিজ্য, চাকুরী ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখাসহ বিভিন্ন কর্মকান্ডে জেলা সদরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। যেহেতু ভারুয়াখালীর সাথে জেলা সদরের যোগাযোগ ও সম্পৃক্ততা দীর্ঘদিনের। সেহেতু ভারুয়াখালীবাসী ঈদগাঁও উপজেলার অর্ন্তভুক্ত হতে চায়নি।
উল্লেখ্য যে, কক্সবাজার সদরে যাতায়াতের জন্য ভারুয়াখালী ও খুরুশকুল সংযোগ সেতু নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত সংযোগ সেতু নির্মিত হলে ভারুয়াখালী হতে কক্সবাজার সদরের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার হবে। তাই ভারুয়াখালী ইউনিয়নকে প্রস্তাবিত ঈদগাঁও উপজেলার অর্ন্তভুক্ত করা হলে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হবে ভারুয়াখালীবাসী। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ভারুয়াখালী এসোসিয়েশন এর সভাপতি,ডাঃ মনজুর আলম,সাধারণ সম্পাদক, এডভোকেট নেজামুল হক, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ও এসোসিয়েশনের নির্বাহী সদস্য কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ছুরত আলম, এড. গিয়াস উদ্দীন, নুরুল আলম হেলালী, এড. শওকত বেলাল, আবুহেনা মোস্তফা কামাল,আবছার কামাল, সাংবাদিক সাইফুল ইসলাম, মাষ্টার বজলুর করিম, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন-সহ ভারুয়াখালীর অন্যান্য নেতৃবৃন্দ।