মোহাম্মদ আলমগীর :
জাতীয় দৈনিক আমার কাগজ, দি গুড মর্নিং ও ঢাকার মতিঝিল থেকে প্রকাশিত জাতীয় ম্যাগাজিন জনতার কণ্ঠ ও জাতির আলো’র সুসজ্জিত কক্সবাজার ব্যুরো অফিসে যুক্ত হলো তিন সেক্টরের তিন কর্মকর্তা। জাতীয় দৈনিক আমার কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক, সারা বাংলাদেমের সাহসী সাংবাদিকদের শেষ ঠিকানা ফজলুল হক ভুঁইয়া রানা ও দি মর্নিং পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেধার জ্বলন্ত প্রতিভা এনায়েত হোসাইন খান ও জনতার কণ্ঠ এবং জাতির আলো’র সম্পাদক ও প্রকাশক, সম্পাদকদের কিংবদন্তী, নীতি-নৈতিকতার আদর্শের অন্যতম উদাহরণ আউলিয়া বেগম আলো’র অনুমোদনক্রমে চিংসাউ মারমা বাবুকে প্রধান কম্পিউটার অপারেটর এন্ড ডিজাইনার, শহীদুল ইসলামকে সার্কুলেশন ম্যানেজার ও মোহাম্মদ তৌহিদুল ইসলামকে অফিস সহায়ক হিসেবে জাতির আলো’র চট্টগ্রাম-কক্সবাজারের অফিস প্রধান মোহাম্মদ আলমগীরের সুপারিশক্রমে জনতার কণ্ঠের প্রধান সম্পাদক ও জাতির আলো’র উপদেষ্টা সম্পাদক সম্প্রতি এই নিয়োগ দিয়েছেন।
কক্সবাজার জেলায় দৈনিক আমার কাগজ, দি গুড মর্নিং জাতির আলো ও জনতার কণ্ঠকে বিকশিত করার জন্য উন্নয়ন ও অগ্রযাত্রার পথকে আরো সুদৃঢ় করতে অচিরেই বিভিন্ন জেলা ও উপজেলায় মেধাবী ও সৎ সাংবাদিকদের নিয়োগ দেওয়া হবে।
দৈনিক আমার কাগজ, দি গুড মর্নিং, জনতার কণ্ঠ কক্সবাজার অফিসে আরো ৩ কর্মকর্তা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে