কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ড শ্রমিক দলের পূর্ব শাখার কমিটি অনুমোদন

প্রকাশ: ২১ নভেম্বর, ২০১৭ ০৩:৩৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


জেলা শ্রমিকদলের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে ১ নং ওয়ার্ডের পূর্ব শাখার নতুন কমিটির নেতারা।

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব শাখার কমিটি অনুমোদন হয়েছে।
পৌর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ২১ নভেম্বর কমিটি অনুমোদন দেন।
৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে আবছার মিয়া সভাপতি এবং মোহাম্মদ জিয়াউল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ছাদেক, সহ-সভাপতি মোহাম্মদুল হক, মোঃ হামিদুল হক (পুতু), মোঃ সেলিম রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আক্তার, সহ-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাদেক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলম, সহ-দপ্তর সম্পাদক মোঃ তুহিন, প্রচার সম্পাদক মোঃ হাবিব, সহ-প্রচার সম্পাদক মোঃ রফিক, আপ্যায়ন সম্পাদক মোঃ মুফিজুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ, অর্থ সম্পাদক মোঃ শফিক আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ বাদশা, ক্রীড়া সম্পাদক মোঃ হামিদ শরীফ।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মোঃ মোফাজ্জল হোসেন আকাশ, মোঃ ইয়াছিন, মোঃ কায়সার, মোঃ শাহা আলম, মোঃ জুবাইর, মোঃ রফিক, মোঃ সাগর, মোঃ আবদু শুক্কুর, মোঃ নুরুল ইসলাম (বাবু), মোঃ নুর আলী এবং মোঃ ইউনুছ-২।
এদিকে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব শাখার নতুন কমিটির নেতারা পৌর সভাপতি এস্তাক আহমদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে সাথে নিয়ে জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
২১ নভেম্বর দুপুরে কাউন্সিলর রফিকের কার্যালয়ে সাক্ষাতকালে নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নির্বাসিত। বাকশালের আদলে দেশ চলছে। মানুষের অধিকার বলতে নেই। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করতে শ্রমিক দলকে তৃণমূলে সাংগঠনিকভাবে আরো বেশী শক্তিশালী করতে হবে।
এ সময় তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবানের লক্ষ্যে শ্রমিক দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।