ডেস্ক নিউজ:
যুক্তরাষ্ট্রের বিংশ শতকের মাঝামাঝি সময়ের ভয়ঙ্কর সিরিয়াল কিলার চার্লস ম্যানসন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি যুক্তরাষ্ট্রের চরমপন্থি সংগঠন ‘ম্যানসন ফ্যামিলি’র জনক। চার দশকেরও বেশি সময় ধরে তিনি কারাগারে ছিলেন। কারাবন্দী অবস্থায় ক্যালিফোর্নিয়ার ব্যাকার্সফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। এ মাসের শুরুতে ম্যানসনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ষাটের দশকের শেষভাগে ম্যানসনের নির্দেশে পরিচালিত বেশ কিছু ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য তিনি কুখ্যাত হয়ে আছেন। ম্যানসনের প্রথমদিকের অপরাধ ছিল গাড়ি চুরি ও জালিয়াতি। যৌনকর্মীদের দালাল হিসেবেও তিনি কাজ করেছেন বলে মনে করা হয়। শ্বেতাঙ্গ এই অপরাধী নিজেকে বিভিন্ন সময় পুনরুজ্জীবিত যিশুখ্রিস্ট হিসেবেও দাবি করেছেন। ষাটের দশকের শেষদিকে ‘ম্যানসন ফ্যামিলি’ গোষ্ঠী গঠন করেন তিনি। এই গোষ্ঠী নানা সময় নৃশংস হত্যাযজ্ঞ চালাতে থাকে। ম্যানসনেরই নির্দেশে ১৯৬৯ সালে চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কির সাড়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মডেল ও অভিনেত্রী শ্যারন টেইটকে হত্যা করা হয়। ছুরিকাঘাতে খুন করা হয় শ্যারনের পরিবারের আরও চারজনকে। প্রায় একই সময় লস অ্যাঞ্জেলেসে এক ধনকুবের দম্পতিকেও খুন করে ‘ম্যানসন ফ্যামিলি’। বিবিসি
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।