হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার বিরুদ্ধে দ্রুত ও জোরালো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার সকালে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল।

ইউএনও বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে। পাহাড় কাটাসহ সকল ধরণের অপরাধের বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এসময় বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম তৌহিদ কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহম্মদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মোহাম্মদ ইমরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চোচুমং মার্মা প্রমূখ।