শাহেদ মিজান, সিবিএন:
অতিরিক্ত টোল আদায়ের অপরাধে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটের কক্সবাজার ঘাটের ইজারাদারকে জমিরানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে এক অভিযান এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় জানান, পর্যটক এবং স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার-মহেশখালী নৌ-রুটের কক্সবাজার ৬নং ঘাটের ইজারাদারকে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ঘাট ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে স্পীড বোটে লাইফ জ্যাকেট না থাকা, থাকলেও ব্যাবহার অনুপযোগী লাইফ জ্যাকেট রাখা এবং যাত্রীদের লাইফ জ্যাকেট না পরানোর অপরাধে বেশ কিছু স্পীড বোট থেকে বিভিন্ন পরিমাণে জরিমানা আদায় করা হয়। অভিযানে জেলা প্রাশাসনের পেশকার মো. জসীম ও ১৫ আনসার ব্যাটেলিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।